চলমান রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে রাশিয়ার ৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। এছাড়া আরও দুইশো রুশ সেনাকে বন্দী করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, রাশিয়ার ১৪টি বিমান, আটটি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এমন দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
ইউক্রেনীয় সেনাবাহিনীর ফেসবুক পেজের বরাত দিয়ে রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের ভাসিল্কিভ এলাকায় ভয়াবহ যুদ্ধ চলছে। কিয়েভের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে রাশিয়ান সেনারা।
আরও পড়ুন: রুশ ট্যাঙ্কের আক্রমণ থামাতে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সৈনিক
কিয়েভ নিয়ন্ত্রণকারী ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, আমাদের শহরের সড়কগুলোতে এখন যুদ্ধ চলছে। রাজধানী কিয়েভের বাসিন্দাদের নিরপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান নেয়া বিভিন্ন দেশের সাংবাদিকরাও জানিয়েছেন যে এখানকার সড়কগুলোতে যুদ্ধ চলছে। তারা আরও বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে।
এমন সময়ে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে, বেশ কয়েকটি স্থানে রুশ সেনাদের অবস্থান ধ্বংস করেছে তারা। তারা রাশিয়ান সেনাদেরকে নতুন করে ইউক্রেনের কোনো শহর দখল করতে দেয়নি।
/এনএএস
Leave a reply