এবার বলিউডে শ্রীদেবীর ছোট কন্যা খুশি

|

ছবি: সংগৃহীত।

প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশির বলিউডে আসা নিয়ে নানা গুঞ্জন ছিল আগে থেকেই। বড় বোন জাহ্নবী কাপুর আগেই পা দিয়েছেন অভিনয় জগতে। এবার সে দিকেই এগোলেন খুশি এমনটি নিশ্চিত করেছেন বনি কাপুর নিজে। খবর নিউজ ১৮ এর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি বলেন, খুশির প্রথম ছবির শুটিং শুরু হবে এপ্রিল মাস থেকে। কিন্তু এর থেকে বেশি কিছু এখনই বলা যাবে না।

কয়েক মাস আগে শোনা গিয়েছিল, জোয়া আখতারের ছবিতে আত্মপ্রকাশ করবেন খুশি। তার পাশাপাশি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও একই ছবিতে দেখা যাবে বলে গুঞ্জন ছিল। তবে জোয়া আখতারের ছবি দিয়েই খুশি অভিনয় শুরু করছেন কিনা তা জানা যায়নি। তাছাড়া সুহানা ও অগস্ত্যা খুশির সাথে একই ছবিতে আছেন কিনা তা নিশ্চিত করেননি কেউ।

খুশির প্রথম ছবি প্রসঙ্গে বনি কাপুর বলেন, একজন বাবা হিসেবে অর্জুন এবং জাহ্নবীর ক্ষেত্রেও আমি তাদের পেশাগত স্বাধীনতার বিষয়টি বজায় রেখেছিলাম। তাদের পেশা নিয়ে আলোচনা করি এখনও। কিন্তু নিজের মতামত তাদের ওপর চাপিয়ে দিই না। চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরই। আজ অর্জুন এবং জাহ্নবী প্রতিষ্ঠিত। ভালো কাজ করছে দু’জনেই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply