ইউক্রেন হামলা: রাশিয়াসহ বিশ্বজুড়ে বিক্ষোভ, ব্যাপক ধরপাকড়

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন ভূখণ্ডে পুতিন প্রশাসনের অভিযানের প্রতিবাদে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ-আন্দোলন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ায় সমাবেশে ব্যাপক ধড়পাকড় চালায় পুলিশ।

যুদ্ধ বিরোধী বিক্ষোভ হচ্ছে ইতালির শহর মিলানে। ছবি: সংগৃহীত

এদিন দেশটির ইকাতেরিনবার্গ শহরে জমায়েত হয় শত শত রুশ নাগরিক। ইউক্রেনে হামলা বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। এদিন রাজধানী মস্কোসহ দেশটির ৩৪টি শহরে সাড়ে চারশ’র বেশি মানুষকে আটকের অভিযোগ উঠেছে।

এদিকে, শনিবার রুশবিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, জাপানসহ বেশ কয়েকটি দেশে। এস্তোনিয়ার ইতিহাসে সর্ববৃহৎ জমায়েতটি হয় বলে টুইট করেছেন ভোলদিমের জেলেনস্কি। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয় বিশ্বের নানাপ্রান্তে এ সকল বিক্ষোভ ও আন্দোলনে।

আরও পড়ুন: টিকটকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন দু’দেশের ইনফ্লুয়েন্সাররা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply