সাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ভিয়েতনামে ১৩ জনের প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কবলে পড়ে সাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ১৩ জন প্রাণ হারিয়েছেন ভিয়েতনামে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির হই আন উপকূলে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগরে ভ্রমণকালে বৈরী আবহাওয়ার কবলে পরে নৌকাটি। এক পর্যায়ে প্রবল ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় এই জলযান। এতে ডুবে যায় নৌকার চালকসহ ৩৯ জন আরোহী। দ্রুত সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় দুই শিশুসহ এখনও নিখোঁজ কমপক্ষে ৪ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী অভিযান পরিচালিত হচ্ছে। তবে তাদের জীবিত উদ্ধারের আশা নেই বলে জানানো হয়েছে। ভুক্তভোগীরা সবাই ভিয়েতনামের নাগরিক। বেশ কয়েকদিন ধরেই সাগরে উত্তাল অবস্থা বিরাজ করছিল বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেয়া হয়েছে দেশটির পর্যটন স্পটগুলো।

আরও পড়ুন: রাশিয়ার সাথে সংঘর্ষের মধ্যে বাঙ্কারে জন্মালো ইউক্রেনীয় শিশু, নাম ‘স্বাধীনতা’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply