শর্তসাপেক্ষে রাশিয়ার সাথে সংলাপে বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছে। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) তিনি এক ভিডিও বার্তায় এই তথ্য জানান। তিনি বলেন, আমরা রাশিয়ার সাথে সংলাপে বসব কিন্তু সেটি রেলুরুশে না। বেলারুশ ছাড়া অন্য যেকোনো জায়গায় আমরা সংলাপের জন্য প্রস্তুত। ইয়াহু নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার একটি প্রতিনিধি দল ইউক্রেনের সাথে বৈঠকের জন্য বেলারুশ পৌঁছেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা রয়েছেন। তিনি আরও বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং এখন ইউক্রেনীয়দের জন্য অপেক্ষা করছি।

আরও পড়ুন: ঘরে বানানো হাত বোমায় গেরিলা যুদ্ধে অংশ নিচ্ছে ইউক্রেনীয়রা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply