বেঁচে আছেন ইউক্রেনের স্নেক আইল্যান্ডের সেই ১৩ সীমান্তরক্ষী!

|

ছবি: সংগৃহীত।

সম্ভবত বেঁচে আছেন কৃষ্ণ সাগরের ছোট্ট পাথুরে দ্বীপ স্নেক আইল্যান্ডের ১৩ ইউক্রেনীয় সেনা, এমনটা দাবি করছেন দেশটির সীমান্তরক্ষীরা। এর আগে, রুশ হামলায় তাদের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই ধারণা করা হয়, মারা গেছেন তারা। তবে দেশটির অন্যান্য সেনা সদস্যের ফেসবুক পোস্ট বলছে অন্য কথা।

তাদের ফেসবুক পোস্ট অনুসারে, শুক্রবার রুশ বাহিনী দ্বীপটিতে হামলা চালায়। তাতে ধ্বংস হয় অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা। এ জন্য শতভাগ নিশ্চিত হওয়া যায়নি সেনাদের অবস্থান। সেনা সদস্যদের দাবি, হামলার শিকার ১৩ সেনা সম্ভবত বেঁচে আছেন।

একদিন আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আত্মসমর্পণের নির্দেশ উপেক্ষা করে রুখে দাঁড়ান ইউক্রেনের ১৩ সীমান্তরক্ষী। এক পর্যায়ে জাহাজ ও আকাশপথে হামলায় নিহত হন তারা। যদিও, রাশিয়ার দাবি ছিল স্নেক আইল্যান্ডে রক্তপাতহীন অভিযানে আত্মসমর্পণ করেছেন ইউক্রেনের ৮২ সেনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply