দ্বিতীয়বারের মতো দেশে পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’। সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস বিভিন্ন আয়োজনে দিনটি উদযাপন করছে।
২০২০ সালের ৮জুন ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করে দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে বিবিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পাশাপাশি জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন প্রকার সার্ভে পরিচালনা করে থাকে বিবিএস। এসডিজি পরিবীক্ষণে ডেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এসজেড/
Leave a reply