২৯ নাবিক নিয়ে ইউক্রেনে আটকে পড়েছে বাংলাদেশি জাহাজ

|

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশের শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ২৯ জন নাবিক। সবাই বাংলাদেশি। বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ে আছেন তারা।

আক্রমণকারী রাশিয়ান সেনারা সাগরে মাইন পুতে রাখায় বন্দর থেকে কেউ কোথাও যেতে পারছে না। অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। জাহাজটিতে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক জানান, তারা নদীর মাঝামাঝি আছি। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তারা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছে। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধ জাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইলের আঘাতে নিহত হতে পারে।

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের একজন নাবিক স্বজনদের জানান, আশপাশের কয়েকটি জাহাজ এরই মধ্যে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে। এই ২৯ জন নাবিককে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিপিং করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন আটকে পড়া নাবিকরা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply