ইসরায়েলি আগ্রাসনে লালকার্ড দেখিয়েছিলেন, রুশ আগ্রাসনেও ওজিলের একই পদক্ষেপ

|

ছবি: সংগৃহীত।

ছবি অনেক সময় কথা বলে। মাঝে মাঝে এমন কিছু বলে যা হাজারও বোমার চেয়ে শক্তিশালী। এমনই একটি ছবি ছিল ইসরায়েলি সেনাকে ফিলিস্তিনের এক শিশুর লাল কার্ড দেখানো। আর এই ছবি পোস্ট করে সেই সময় ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তুর্কি বংশোদ্ভুত জার্মান ফুটবলার মেসুত ওজিল।

এবার সেই একই ছবি আবারও নিজ টুইটারে পোস্ট করেছেন ওজিল। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতেই তার এমন প্রতীকি টুইট। মূলত ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রতিবাদেই আবারও এই ছবি শেয়ার করেছেন এই তারকা ফুটবলার।

ইউক্রেনের উপর এমন হামলায় শুধু ওজিল নয় দাঁড়িয়েছেন আরও অনেক ক্রীড়াবিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ফুটবলাররাও মাঠে সমর্থন জানিয়েছে ইউক্রেনকে।

আরও জানুন: ২৪ বছর পর পাকিস্তানে অস্ট্রেলিয়া, দেয়া হবে রাষ্ট্রপ্রধানের প্রটোকল

‘নো ওয়ার’ লেখা ট্র্যাক স্যুট আর ইউক্রেনের পতাকা পরে এদিন মাঠে নেমেছিলেন দুই দলের ফুটবলারারা। সিটিজেনদের হয়ে খেলা ইউক্রেনিয়ান ওলেকজেন্ডার জিনচেঙ্কোর চোখ বেয়ে গড়িয়ে পড়েছে পানি। এভারটনের ইউক্রেনিয়ান ফুটবলার ভিটালি মাইকোলেঙ্কোও পাশে পেয়েছেন সতীর্থদের। তাদের সমর্থনে গ্যালারিময় ছিল ইউক্রেনের হলুদ-নীল রং।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply