লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইন্ডিয়া

|

ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে ৬২ রানে জয়ের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে লঙ্কাকে হারিয়েছিল ভারত। এবার তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কান লায়ন্সদের ৬ উইকেটে হারালো তারা। হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার হাত থেকে বাঁচলো না শ্রীলঙ্কা।

রোববার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া শ্রীলঙ্কা শেষ পর্যন্ত অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয়। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৩৮ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত থাকেন শানাকা।

১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারানো ভারত শ্রেয়াস আইয়ারের অনবদ্য ব্যাটিংয়ে ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০তে জিতলো ভারত।

শেষ ম্যাচে দলের জয়ে ৪৫ বলে ৯টি চার ও এক ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন শ্রেয়াস আইয়ার। ১৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply