মুলতান সুলতান্সকে হারিয়ে পিএসএলের প্রথম শিরোপা জিতলো লাহোর কালান্দার্স

|

ছবি: সংগৃহীত

মুলতান সুলতান্সকে ৪২ রানে হারিয়ে টুর্নামেন্টের পিএসএলের শিরোপা জিতলো লাহোর কালান্দার্স। লাহোরের দেয়া ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৫ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় লাহোর। এরপর হাল ধরেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। তার ৪৬ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় লাহোর। শেষ দিকে হ্যারি ব্রুক ও ডেভিড ভিসের দু’টি টর্নেডো ইনিংসে ১৮০ রানের পুঁজি পায় দলটি।

আরও পড়ুন: লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইন্ডিয়া

জবাবে শুরুটা ভালো হয়নি মুলতানের। দলীয় ৩৬ রানে হাফিজের স্পিনে কাটা পড়েন দলটির ভরসা মোহাম্মদ রিজওয়ান। সাথে শাহীন শাহ আফ্রিদির পেস তোপে মাত্র ৬৩ রানে ৫ উইকেট হারায় মুলতান। এরপর নিয়মতি বিরতিতে উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে দলটির ইনিংস। ৪২ রানের জয়ে প্রথম শিরোপা ঘরে তোলে লাহোর কালান্দার্স। ম্যাচ সেরা হাফিজ। আর টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন রিজওয়ান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply