ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা সুইডেনের

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক সরঞ্জাম এবং অন্যান্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে সুইডেন। জোট নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগদালিনা এন্ডারসন দেন এই ঘোষণা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৩৯ সালে ফিনল্যান্ডে সোভিয়েত আগ্রাসনের পর এবারই প্রথম কোনো আক্রান্ত দেশে অস্ত্র পাঠানো হচ্ছে। সুইডিশ সামরিক সহায়তার মধ্যে থাকবে ৫ হাজার ট্যাংক বিধ্বংসী লঞ্চার, ৫ হাজার বর্ম, ৫ হাজার হেলমেট এবং এক লাখ ৩৫ হাজার ত্রাণের প্যাকেট।

এর আগে, ইউক্রেনের জন্য অস্ত্র কিনে পাঠানোর ঘোষণা দিয়েছে ইইউ। ইতিহাসে প্রথমবার যুদ্ধ আক্রান্ত কোনো দেশের জন্য এমন উদ্যোগ নিলো ২৭ দেশের জোট। রোববার (২৭ ফেব্রুয়ারি) আলাদা রাষ্ট্র হিসেবে জার্মানি, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র দেয় সামরিক সহযোগিতার ঘোষণা দেয়।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply