‘হামলার সুযোগ নিতেই সিরিয়ায় নাটক সাজিয়েছে যুক্তরাজ্য’

|

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার সুযোগ নিতেই বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে রাসায়নিক হামলার নাটক সাজিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ষড়যন্ত্র করা হয় বলেন অভিযোগ করেছে রাশিয়া। হেগে এক প্রেস ব্রিফিংয়ে, রাসায়নিক অস্ত্র নিরোধী সংস্থা- ওপিসিডব্লিউ (OPCW) এ নিযুক্ত রুশ প্রতিনিধি আলেক্সান্দার শুলজিন এই অভিযোগ করেন।

শুলজিন বলেন, রাসায়নিক হামলা হয়েছে দাবি করা এলাকাগুলোতে তদন্ত করেছেন রুশ কর্মকর্তারা। কিন্তু রাসায়নিক হামলায় কোনো আহত ব্যক্তি কিংবা নিহতের মরদেহ প্রমাণ হিসেবে দেখাতে পারেনি বিদ্রোহীরা। এমনকি যেসব এলাকায় রাসায়নিক হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে সেসব এলাকাতেও কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানান শুলজিন। এদিকে, পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়া স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ সম্পর্ক পার করছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply