আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও কাঙ্ক্ষিত উপায়ে শেষটা হলো না বলে হতাশ হয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, আমি ভীষণ হতাশ। ওয়ানডে চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষেও এমন পরিস্থিতিতে ছিলাম আমরা, কিন্তু জয় দিয়ে শেষ করতে পারিনি মিশন। এটাই আবারও ঘটলো।
তামিম ইকবাল আরও বলেন, আমরা ভালোই শুরু করেছিলাম, তবে মাঝের ওভারগুলোয় ছন্দ ধরে রাখতে পারিনি। দারুণ ফর্মে থাকা লিটন দাসও ভুল সময়ে আউট হয়ে গেছে। এই ম্যাচে জিতে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা ছিল বলেই এই ম্যাচটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এক পর্যায়ে তো ১ উইকেটে ১০০ রানও হয়ে গিয়েছিল। তাছাড়া, কঠিন সময় ভালোভাবেই পেরিয়ে এসে কন্ডিশন যখন ব্যাট করার জন্য অপেক্ষাকৃত সহজ হয়ে যায়, আমরা উইকেট হারিয়েছি তখনই।
এছাড়া ফিল্ডিংয়ে দুর্বলতা এবং সহজ ক্যাচ ফেলা দেয়া নিয়েও কথা বলেন তামিম। তিনি বলেন, রাহমানুল্লাহ গুরবাজ দারুণ খেলেছে। তবে আমাদের উচিত ছিল সুযোগ কাজে লাগানো।
আরও পড়ুন: ফুটওয়ার্কে তামিমের দুর্বলতাকে প্রকাশ করে দিলেন ফারুকি!
এম ই/
Leave a reply