সৌদি আরবে আরও চারটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে দেশটির বৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের মরুভূমি এলাকায় খনন করে এই নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি সংবাদ সংস্থা। খবর আল আরাবিয়ার।
সম্প্রতি ক্রমবর্ধমান বৈদ্যুতিক চাহিদা মেটাতে এবং জ্বালানির রফতানি আরও বাড়াতে জ্বালানি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছে সৌদি আরব। এরই প্রেক্ষিতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে জোর তোড়জোড় শুরু করে আরামকো। এরপরই রোববার (২৭ ফেব্রুয়ারি) নতুন চারটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা জানানো হলো।
এর মধ্যে মধ্যাঞ্চলে আবিষ্কৃত শাদুন গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস এবং ৩ হাজার ৩০০ ব্যারেল তেল পাওয়া যাবে। এ ছাড়া শিহাব এলাকার গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৩ কোটি ১ লাখ ঘনফুট ও উম খানাসের এলাকায় ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জানানো হয়েছে।
এসজেড/
Leave a reply