ইউেক্রনে রাশিয়ার হামলার পর থেকে মস্কো নিন্দার মুখোমুখি হয়েছে বেশ। দেশটির মানুষেরাও প্রতিবাদ জানিয়েছেন। এবার রাশিয়ার শীর্ষ দুই ধনকুবের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের।
পুতিনের সিদ্ধান্তের বিরোধিতা করে ইউক্রেনে শান্তি চাওয়া রাশিয়ার দুই ব্যবসায়ী হলেন ওলেগ ডেরিপাস্কা ও মিখাইল ফ্রিডম্যান। দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ দু’জনই প্রথম ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে কথা বলেছেন।
মিখাইল ফ্রিডম্যান ফোর্বসের ২০২১ সালের তালিকায় বিশ্বের ১২৮-তম ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছিলেন। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, যুদ্ধ কখনোই উত্তর হতে পারে না। রক্তপাত বন্ধেরও আহ্বান জানান এ ধনকুবের। চিঠিতে তিনি উল্লেখ করেন, সাধারণত রাজনীতি নিয়ে তিনি বিবৃতি দেন না। তবে বর্তমানে বলতে হচ্ছে।
অন্যদিকে ওলেগ ডেরিপাস্কা রাশিয়াকে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। অবশ্য ইতোমধ্যে বেলারুশ সীমান্তে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ নয়, শান্তি গুরুত্বপূর্ণ।
ওলেগ ডেরিপাস্কা পুতিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্রের জন্য ২০১৮ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছেন।
/এমএন
Leave a reply