ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে যাচ্ছেন চার মন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেন ও তার আশপাশের দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে অঞ্চলটিতে কেন্দ্রীয় চার মন্ত্রীকে পাঠাচ্ছে নয়া দিল্লি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, ইউক্রেনের প্রতিবেশি দেশগুলোতে পাঠানো হচ্ছে মন্ত্রীদের। সেই তালিকায় রয়েছেন- হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণ রিজুজু এবং ভি কে সিং। তারা সেখানে গিয়ে ভারতীয়দের উদ্ধার তৎপরতা তদারকি করবেন।

ইউক্রেন থেকে সরাসরি বিমান চলাচল না করায় প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত। এরই মধ্যে ২৪৯ জনকে উদ্ধার করে দেশে ফিরিয়েছে নয়া দিল্লি। এখনও দেশটিতে আটকা পড়ে আছে ১৬ হাজারের বেশি ভারতীয় নাগরিক।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের

এদিকে, সাড়ে চারশো বাংলাদেশি ইউক্রেন থেকে পোল্যান্ড, অষ্ট্রিয়া, রোমানিয়াতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, সাতশো বাংলাদেশি এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়ে আছেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply