নৌকার আদলে কক্সবাজারে হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স

|

পর্যটন শহর কক্সবাজারে হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। তাতে থাকবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একটি হকি স্টেডিয়াম। একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ডও থাকছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের একটি হোটেলে পরামর্শ সভায় কমপ্লেক্সের নানা বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

জানা গেছে, শহরের লাবনী পয়েন্ট ও মোটেল শৈবালের মধ্যবর্তী জায়গায় ৫০ একর জমির ওপরেই এ আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সটি করা হবে। কমপ্লেক্সটি নৌকার আদলে তৈরী করা হচ্ছে। দেখলে মনে হবে নান্দনিকভাবে সাগরে তিনটি সাম্পান ভাসছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply