নিহত পুলিশ সদস্যদের অনুদানের টাকা বিতরণের দায়িত্ব এসপির কাছে দেয়ার দাবি আইজিপির

|

আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ছবি।

নিহত পুলিশ সদস্যদের অনুদানের টাকা বিতরণের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে পুলিশ সুপারের (এসপি) কাছে দেয়ার দাবি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মঙ্গলবার (১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে-তে এ দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ প্রধান বলেন, সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে পুলিশ সদস্যরা। অপরাধীদের বিরুদ্ধে এ লড়াই চলমান থাকবে।

এ সময় তিনি জানিয়েছেন, গত বছর ৩৪৬ জন পুলিশ সদস্য মারা গেছেন। এরমধ্যে ১৩৮ জন মৃত্যুবরণ করেছেন দায়িত্বরত অবস্থায়।

নিহত সব পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালকে আধুনিকায়ন করা হচ্ছে। পরে নিহত পুলিশ সদস্যদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন বেনজীর আহমেদ। প্রতিশ্রুতি দেন, হতাহত সদস্যদের পরিবারের পাশে থাকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply