রাশিয়া থেকে তেল আমদানি করবে না কানাডা

|

রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের ঘোষণা দিলো কানাডা। জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিলো জাস্টিন ট্রুডো সরকার।

বিবিসি দেশটির দেশটির প্রধানমন্ত্রীর বরাতে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাম্ভিকতা এবং রাশিয়ার অর্থচালিকার বড় একটি অংশ আসে তেলের রাজস্ব থেকে। তাই ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে সর্বপ্রথম এই খাতকে বেছে নেয়া হয়েছে।

পশ্চিমাদের সমালোচনা করে ট্রুডো বলেন, রুশ কয়েকটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিলেও এখনও দেশটি থেকে তেল-গ্যাস আমদানি করছে ইউরোপের বিভিন্ন দেশ। ফলে কার্যকর তেমন প্রভাব ফেলা এখনও সম্ভব হয়নি। তথ্য বলছে প্রতি বছর রাশিয়া থেকে ৫৫ কোটি মার্কিন ডলারের তেল আমদানি করতো কানাডা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply