নাজিফা তুষিকে জরিমানা; ভিডিও অপসারণে হাইকোর্টের নির্দেশ

|

বইমেলায় অভিনেত্রী নাজিফা তুষিকে ভ্রাম্যমাণ আদালতের করা জরিমানার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ নির্দেশ দেন।

আদেশে বলা হয়েছে, ওই নারী যদি মনে করেন, সাজা দেয়ার প্রক্রিয়া সঠিক হয়নি, তাহলে আইনি প্রতিকার চাইতে যথোপযুক্ত আদালতে যেতে পারবেন। মোবাইল কোর্ট সাজা দেয়ার সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি বলেও মনে করে আদালত।

এর আগে গত ১৯ ফ্রেবুয়ারি বইমেলায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২০০ টাকা জরিমানা করে অভিনেত্রী নাজিফা তুষিকে। জরিমানা করার এ ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে এ নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, বইয়ের মোড়ক উন্মোচন করতে ওই দিন মাস্ক ছাড়া বইমেলায় গিয়েছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে বইমেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। তবে সংবাদকর্মীদের ক্যামেরার সামনে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এ নিয়ে মুখ খুলেন এ অভিনেত্রী। নাজিফা তুষি বলেন, আমি তাকে (ম্যাজিস্ট্রেট) বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্ট হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি আমার সঙ্গে সাইডে গিয়ে কথা বলছিলেন না, বিষয়টি বারবার ঘুরাচ্ছিলেন। আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়ে দিলাম।

নাজিফা তুষি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যেরও মাস্ক ছিল না। অনেক মানুষের সামনে, অনেক ক্যামেরার সামনে আমাকে বারবার হ্যারাস করছিলেন তারা। তখন আমি শাউট করে বলছিলাম, আমাকে হ্যারাস কেন করছেন? আমাকে ফাইন করেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। মেলায় আরও মানুষ ছিল, যারা কোনো মাস্ক পরে নাই। সেটাও বলছি না। কিন্তু আমার পারমিশন ছাড়া সেটা ক্যামেরায় কেন নেবেন?

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply