ইউক্রেনের খারকিভে রাশিয়ার মিসাইল হামলায় এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। টুইট করে এই খবর জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এই। খবর জিনিউজের।
তিনি জানান, মঙ্গলবার সকালে মিসাইল হামলায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
With profound sorrow we confirm that an Indian student lost his life in shelling in Kharkiv this morning. The Ministry is in touch with his family.
We convey our deepest condolences to the family.
— Randhir Jaiswal (@MEAIndia) March 1, 2022
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের খারকিভে আটক ভারতীয় ছাত্রদের দ্রুততার সঙ্গে ফেরানোর দাবি জানানো হবে। ইতোমধ্যে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি। পরিবারের প্রতি শোকজ্ঞপন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেনজুড়ে হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রুশ সেনা। একের পর এক মিসাইল হানায় গুঁড়িয়ে দেয়া হচ্ছে বড় বড় বাড়ি। যার মধ্যে বহু সরকারি সংস্থার অফিস রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ওই দিন ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।
ইউএইচ/
Leave a reply