আমাকে নিয়ে কার্টুন ছাপিয়েছিল, নিজে প্রস্তাব করে পুরস্কার দিয়েছিলাম: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার সমালোচনাকে সাদরে গ্রহণ করে। বনমন্ত্রী থাকাকালে আমাকে নিয়ে কার্টুন ছাপিয়েছিল, নিজে প্রস্তাব করে পুরস্কার দিয়েছিলাম।

মঙ্গলবার (১ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
এ সময় হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন, ২০১৮’-এ সাংবাদিকদের দ্বিমত রয়েছে, এ ধরনের বিষয়গুলো চিহ্নিত করে সংসদীয় কমিটির বৈঠকে সংশোধন করা হবে।

তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমকর্মী আইন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা মোটেও কাম্য ছিল না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়ার সাথে ক্রয় ক্ষমতাও বেড়েছে। বিএনপি নেতাদের না বলার রোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, আপনাদের পেনশনের দাবি বহুদিনের। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশনের ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply