বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (১ মার্চ) তিনি ঢাকায় এসেছেন।
পিটার ডি হাস ঢাকা থেকে বিদায় নিতে যাওয়া আর্ল রবার্ট মিলারের উত্তরসূরী। ২০১৮ সালে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় নিয়োগ পেয়েছিলেন আর্ল রবার্ট মিলার।
গত বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ওই বছরের ১৮ ডিসেম্বর এই নিয়োগ অনুমোদন করে মার্কিন সিনেট।
মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিটার ডি হাসের। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার আগে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ ও বাণিজ্য বিষয়ক ব্যুরোতে উপসচিব পদমর্যাদায় ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
পিটার ডি হাস ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর মার্শাল স্কলার হিসেবে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী নেন।
ঢাকায় আসার আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এ কূটনীতিক। এ সময় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেন পিটার ডি হাস।
/এমএন
Leave a reply