‘ইউক্রেনে ৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে’

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ষষ্ঠ দিন চলছে। এই ছয় দিনে রুশদের হামলায় হতাহত হয়েছেন বহু ইউক্রেনীয়। তবে রুশ সেনাবাহিনীরও হতাহতের সংখ্যা অনেক। ইউক্রেনে এ পর্যন্ত ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।

মঙ্গলবার (১ মার্চ) এমন দাবি করেন ইউক্রেনের সেনাপ্রধানের একজন মুখপাত্র। খবর ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এ বার্তায় বলা হয়, সেনাদের প্রাণহানি ছাড়াও একই সময়ে ইউক্রেন বাহিনীর হাতে প্রায় ২শটি রুশ ট্যাংক, ৫৮টি যুদ্ধবিমান এবং ৮৪৬টি সাজোঁয়া যান হারিয়েছে রাশিয়া। এছাড়াও ইউক্রেন বাহিনী দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করেছে। তবে কিয়েভের এই দাবির পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করেনি মস্কো।

আরও পড়ুন: মার্কিন নীতির ফাঁদে পড়েছে ইউক্রেন: খামেনি

এদিকে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার বলছে, রাজধানী কিয়েভের পথে ২৭ কিলোমিটার দীর্ঘ রুশ সামরিক বহরের দৃশ্য দেখা গেছে। এই সারি ৪০ মাইল পর্যন্ত দীর্ঘ বলে মনে করে প্রতিষ্ঠানটি। ফলে সংঘাত আরও বাড়বে বলে শঙ্কা সামরিক বিশ্লেষকদের।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সংঘাতের পঞ্চম দিন সোমবার বেলারুশে দুই পক্ষ শান্তি আলোচনায় বসে। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় প্রথম এ বৈঠক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply