পিটারবোরোকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে অপর ম্যাচে মিডলসব্রোর কাছে ১-০ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার। আর তাতে আসর থেকে বিদায় নিতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে।
রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদে এদিন ম্যানচেস্টার সিটির অধিনায়কত্ব দেয়া হয় দলটির ইউক্রেনীয় ডিফেন্ডার জিনচেঙ্কোকে। তবে মাঠের লড়াইয়ে কঠিন পরীক্ষা নেয় পিটারবোরো। প্রথমার্ধে সিটিজেনদের গোল আদায় করতে দেয়নি দলটির রক্ষণভাগ। তবে ৬০ মিনিটে ভাঙে প্রতিরোধ।
রিয়াদ মাহারেজের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। এরপর ৬৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ট্রান্সফারে সিটিতে যোগ দেয়া ইংলিশ ফুটবলার গ্রেলিশ। এফএ কাপে এটি তার প্রথম গোল। গ্রেলিশের দাবি, লিওনেল মেসির ফুটেজ দেখে অনুপ্রাণিত হয়ে গোলটি করেন তিনি।
অপর ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে মিডলসব্রো। অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী তরুণ জোশ কোবার্ন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডকেও পরাজয়ের স্বাদ দিয়েছিল ক্লাবটি।
/এমএন
Leave a reply