Site icon Jamuna Television

কসবায় ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এই ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ট্রেন যাত্রীরা জানায়, ট্রেনটি ইমামবাড়ি স্টেশন অতিক্রম করার পর বিকট শব্দে একটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় যাত্রীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। তাৎক্ষণিক ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে জংশনের রিলিফ ট্রেন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ২/১ ঘন্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

Exit mobile version