বশেমুরবিপ্রবিতে ৭ম দিনের মতো আন্দোলন চলছে

|

হামলাকারীদের দ্রুত বিচার ও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৭ম দিনের মতো গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

ধর্ষণের বিচারের দাবিতে বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এছাড়া ছাত্রদের ওপর হামলার বিচারের দাবিতে দুপুরে গণস্বাক্ষর গ্রহণ, বিকেলে হামলা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী নাটক এবং সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের ৭ম দিনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোপাত্র।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply