গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণ মামলার পলাতক আসামি ও মুফতি হান্নানের সহযোগি আজিজুল হক রানাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (১ মার্চ) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সংস্থাটি গ্রেফতার পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে জানায়, কোটালিপাড়ায় যে বোমা রাখা হয়েছিল, সেগুলো তৈরি ও পুতে রাখাতে মুফতি হান্নানের সঙ্গে সারাসরি যুক্ত ছিল আজিজুল হক রানা। ঘটনার পর কয়েকবার দেশ ত্যাগের পরিকল্পনা করে ব্যর্থ হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন নামে আত্মগোপন করে আজিজুল হক রানা।
রানা সর্বশেষ রাজধানীর খিলক্ষেতে আস্তানা গেড়ে হরকাতুল জিহাদের সাংগঠনিক কাজও করতো বলে জানায় সংস্থাটি। সিটিটিসি জানায়, রানার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে নতুন মামলা করা হবে। এই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তারা।
/এমএন
Leave a reply