এমন দিন আসবে, যখন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অস্বীকার করবে, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২ মার্চ) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেয়া তালিকা থেকেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিধায় বিএনপি তাকে অস্বীকার করছে।
হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির শীর্ষ দুই নেতা আসামি বলে তারা নির্বাচনে আসতে পারবে না। এ কারণেও দলটি নির্বাচন কমিশনকে ভয় পায়। শুধু কমিশন নয়, বিএনপি নির্বাচনের পুরো প্রক্রিয়াকেই ভয় পায় বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
/এমএন
Leave a reply