রাজধানীতে হবে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা

|

৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২২। দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ উপলক্ষে নগর ভবনে বুধবার (২ মার্চ) এক সংবাদ সম্মেলন করে। এতে উপস্থিত ছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

শেখ ফজলে নূর তাপস জানান, ফুটবল ও ক্রিকেট নিয়েই এবারের ক্রীড়া উৎসব আয়োজন হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ড থেকে ৬২টি ফুটবল দল ও ৪৮টি ক্রিকেট দল এতে অংশ নেবে। দু’টি টুর্নামেন্টই হবে নক আউট পদ্ধতিতে।

ক্রিকেট ও ফুটবল, উভয় খেলাতেই চ্যাম্পিয়ন দলের জন্য ৭ লাখ ও রানার্স আপ দলের জন্য থাকছে ৪ লাখ টাকার পুরস্কার। এই টুর্নামেন্টে নিজ নিজ ওয়ার্ডের বাসিন্দা ছাড়া অন্যরা খেলতে পারবে না বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

সংবাদ সম্মেলন শেষে ওয়ার্ড কমিশনারদের সঙ্গে নিয়ে ফজলে নূর তাপস টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply