দেড় বছরের মধ্যে দেশে টেলিভিশন চ্যানেলের সংখ্যা হবে ৪০টি: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমানে দেশে মোট ৩৬টি টেলিভিশন চ্যানেল রয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশে টেলিভিশন চ্যানেলের সংখ্যা দাঁড়াবে ৪০-এ।

বুধবার (২ মার্চ) দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য নতুন আইন করা হচ্ছে। গণমাধ্যমের বিকাশের সঙ্গে রাষ্ট্রের বিকাশ সংযুক্ত রয়েছে।

এ সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে বিজ্ঞাপন ও নাটকে নিম্নমানের ভাষার প্রয়োগ করা হয়, যা ঠিক নয়। এতে বক্তারা তিনটি দাবি তুলে ধরেন।

এসব দাবি হলো, ২০১৮ সাল থেকে সংবাদ উপস্থাপকদের গণমাধ্যমকর্মী হিসেবে অর্ন্তভুক্ত করতে হবে। পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন কর্মী, এই বিবেচনার ঊর্ধ্বে সংবাদ উপস্থাপককে গণমাধ্যমকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। গণমাধ্যমকর্মী আইনে স্বতন্ত্রভাবে সংবাদ উপস্থাপকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দেয়ার দাবিও জানানো হয়।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply