ইউক্রেন ছেড়েছে প্রায় ৯ লাখ মানুষ: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে বিপর্যস্ত ইউক্রেন। দিনে দিনে এক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউক্রেন। ইউক্রেন দাবি করছে রাশিয়া শুধু সামরিক স্থাপনা নয় বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। জীবন বাঁচাতে নিরাপদ থাকতে দেশ ছাড়ছেন অনেক লোক।

বুধবার (২ মার্চ) জাতিসংঘের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে ৮ লাখ ৭৫ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অনেকে প্রতিবেশী দেশ পোল্যান্ডে গিয়েছে। এই সংখ্যা ৪ লাখ ৫০ হাজারের বেশি হবে। রাশিয়া হামলা শুরু করার পর থেকে ইউক্রেন ছেড়ে যাওয়া লোকের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। যদি এই হামলা বন্ধ না হয় তখন তাহলে এই সংখ্যা দীর্ঘায়িত হতেই থাকবে।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply