Site icon Jamuna Television

ইউক্রেন যুদ্ধ অজুহাতে কুমিল্লায় সয়াবিন তেলের বাজার অস্থির

ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ অজুহাতে কুমিল্লায় সয়াবিন তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকটও। কোনো কোনো জায়গায় প্রতি লিটার ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।

গত ক’দিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তেলের বাজারে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন বাজারগুলোতে সেটি যেন আরও স্পষ্ট। তেলের দামের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। তারা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং না থাকায় সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় খুচরা মুদির দোকানগুলোতে তেলের সংকট।

নগরীর নবাব বাড়ি এলাকার মুদি ব্যবসায়ী আকবর জানান, ডিলারদের কাছে তেলের চাহিদার কথা জানালে তারা আমদানি নেই বলে সাফ জানিয়ে দেয়।

মুদি ব্যবসায়ী আবদুল্লা আল মামুন জানান, গত এক সপ্তাহ ধরেই তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। কোম্পানিগুলোর তেল সাপ্লাই না থাকায় ক্রেতাদের সঙ্গে দাম নিয়ে প্রতিদিনই বাক-বিতণ্ডায় জড়াতে হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান যমুনা নিউজকে জানান, জেলায় পর্যাপ্ত তেল মজুদ আছে। কোথাও কোনো সংকট নেই। কেউ যেন অস্থির হয়ে তেল ক্রয় না করেন।

ইউএইচ/

Exit mobile version