আফগানদের বিপক্ষে কাল খেলছেন মুনিম?

|

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি জার্সিতে মুনিম শাহরিয়ার।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার একাদশে অভিষেক হতে পারে মুনিম শাহরিয়ারের। এদিকে বিপিএলে খারাপ খেললেও একাদশে জায়গা পেতে পারেন নাঈম শেখও।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।

গেল বিপিএলে নাঈম শেখের ব্যর্থতার কারণে হয়তো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন তা নিয়ে। বিপিএল খারাপ কাটলেও গেল এক বছরে টি-টোয়েন্টিতে দেশের সবচেয়ে সফল ব্যাটারের উপর আস্থা রাখছে দল।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, গত ১ বছরে টি-টোয়েন্টির সেরা রান সংগ্রাহক নাইম। বিপিএলে হয়তো ও সেভাবে রান পায়নি। তবে সে খুব ভালো খেলোয়াড়। সে দারুণভাবে প্রত্যাবর্তন করবে বলেই বিশ্বাস করি।

তাই বলে শেষ হয়ে যায়নি মুনিম শাহরিয়ারের অভিষেকের সম্ভাবনা। নাঈম খেললেও নাকি একাদশে থাকতে পারেন এই মারকুটে ওপেনার। কারণ দুই ও তিন নম্বর স্পটে কারও জায়গা পাকা নয়।

এদিকে অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। চোট মোটামুটি গুরুতর। এক্স-রেতে ফাটল ধরা না পড়লেও ফুলে আছে আঙ্গুল। প্রথম টি-টোয়েন্টিতে মুশির সার্ভিস পাওয়া যাবে কিনা জানা যাবে শেষ মুহূর্তে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। দুই দলের অতীত ৬ দেখায় মাত্র দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ, চারবার পেয়েছে হারের লজ্জা। এই ফরম্যাটে সাফল্য পেতে আরও আগ্রাসী হতে হবে টাইগারদের। মন্থর গতিতে ব্যাটিং করার দোষে অভিযুক্তদের কাতারে আছেন খোদ অধিনায়ক রিয়াদও। তাইতো টি-টোয়েন্টি সিরিজের আগে দলে নিজের জায়গা পোক্ত মনে করেন কিনা এমন তিক্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রিয়াদকে।

তবে রিয়াদ বলেন, আমার মনে হয় সঠিকপথেই আছি আমি। আমি বিগত ওয়ানডে ম্যাচে হয়তো বেশি রান করতে পারিনি। তবে দারুণভাবে প্রত্যাবর্তন করবো বলে আমি আশাবাদী।

অন্যদিকে ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। নিজেদের প্রিয় ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে নিশ্চিতভাবে সিরিজ জিততে চায় অতিথিরাও।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply