শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্য হলো। গত কয়েকদিন ধরে ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ এর ক্রুরা হামলার আশঙ্কা করছিলেন। উদ্ধার পেতে নানা চেষ্টাও করে, তবে কাজে আসেনি। বন্দর থেকে উদ্ধারের আগেই বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে রকেট হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় জাহাজটি।
এ হামলায় প্রাণ হারিয়েছেন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। হাদিসুর রহমান মেরিন একাডেমির ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১
হাদিসুরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনেরা। প্রিয়জনের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তারা।
বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (চার্টার) মজিবুর রহমান জানিয়েছেন, জাহাজটির ২৯ জন নাবিকের মধ্যে বাকিরা অক্ষত আছেন। আর জাহাজটিকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, এমভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে সেখানে আটকে আছে।
/এমএন
Leave a reply