সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। এ সময় সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা। কিন্তু নরসিংদীতে মানা হচ্ছে না ৫ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা। অভিযোগ উঠেছে, বাড়তি টাকা দিলেই যানবাহনে মিলছে গ্যাস। তবে মালিকদের দাবি, ভিআইপিদের চাপে বন্ধের সময় স্টেশন খোলা রাখতে হয়। নির্বিকার তিতাস গ্যাস কোম্পানিও।
সিএনজি স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় এক গাড়ি চালক জানান, বন্ধের সময়ে কোন কোন ফিলিং স্টেশনে গ্যাস দেয় তা তারা জানেন। আর সেখান থেকে গ্যাস নেন।
অভিযোগ উঠেছে, বাড়তি টাকা দিলেই মিলছে গ্যাস। যানবাহনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। মানা হচ্ছে না সরকারি নির্দেশনা।
তবে অভিযোগ মানতে নারাজ একটি সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। তাদের দাবি, ভিআইপিদের কারণে বাধ্য হয়েই গ্যাস সরবরাহ করতে হচ্ছে।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমের তদারকি করার কথা। পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে গ্যাস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ারও কথা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে ১ মার্চ থেকে কার্যকর হয়েছে বিধিনিষেধ।
এ বিষয়ে তিতাস গ্যাস কোম্পানীর নরসিংদী শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্কার কোনো উত্তর পাওয়া যায়নি।
/এমএন
Leave a reply