ইউক্রেনের জন্য ৩৬ মেট্রিক টন চিকিৎসা সহযোগিতা পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সেগুলো পৌঁছাবে পোল্যান্ড সীমান্তে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেনেভার এক সংবাদ বিবৃতিতে মহাসচিব তেদ্রোস আধানম জানান, বেশিরভাগই সরবরাহ করা হবে ট্রমা সেন্টার এবং হাসপাতালের জরুরি বিভাগগুলোয়। যাতে সরাসরি উপকৃত হবেন দেড় লাখের বেশি মানুষ।
ইউক্রেনের হাসপাতালগুলোয় দ্রুত ফুরিয়ে আসছে অক্সিজেন সিলিন্ডারের মজুদ। অথচ করোনা মহামারি ছাড়াও অন্যান্য চিকিৎসা সেবার জন্য ইউক্রেনের অন্তত ১৭শ’ হাসপাতাল-চিকিৎসা কেন্দ্রে অক্সিজেনের প্রয়োজন।
ডব্লিউএইচওর মহা পরিচালক তেদ্রোস আধানম বলেন, ইউক্রেনে যে মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে তা উদ্বেগজনক। দেশটির অভ্যন্তরে এবং সীমান্তে অপেক্ষারত মানুষদের স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত। এ কারণেই চিকিৎসা সহযোগিতার প্রথম চালান পোল্যান্ডে পাঠানো হলো। ট্রমা কেয়ার এবং জরুরি বিভাগের জন্য বরাদ্দ ৩৬ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। তাতে দেড় লাখ মানুষ উপকৃত হবেন।
ইউএইচ/
Leave a reply