সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে

|

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ৫ বহিস্কৃত শিক্ষককে ফেরানোর দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আন্দোলন গড়িয়েছে দ্বিতীয় দিনে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল নয়টার পর থেকে ক্লাস বর্জন করে রাজধানীর বারিধারায় কলেজের গেটের সামনে অবস্থান নেয় তারা।

শিক্ষার্থী ও অভিভাবকেরা জানিয়েছেন, এইচএসএসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিজ্ঞান বিভাগের ৪ জন ও বাণিজ্য বিভাগের ১ শিক্ষককে বরখাস্ত করে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অনিয়মিত ছিল বলেই অকৃতকার্যের ঘটনা ঘটেছে। কিন্তু এর দায় শিক্ষকদের দিয়ে বরখাস্ত করাকে অনৈতিক ও অমানবিক বলছেন আন্দোলনকারীরা।

অবিলম্বে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে আনার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আরও পড়ুন: বহিষ্কৃত শিক্ষকদের চাকুরিতে ফেরানোর দাবিতে আন্দোলন করছে সাউথ পয়েন্ট স্কুল শিক্ষার্থীরা

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply