মাসের ব্যবধানে আবারও বেড়েছে এলপিজির দাম

|

ছবি: সংগৃহীত

এক মাসের ব্যবধানে প্রতি কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম সাড়ে ১২ টাকা বাড়ানো হয়েছে। আর তাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫১ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানিয়েছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতল এখন ১ হাজার ৩৯১ টাকা। নতুন মূল্য বৃহস্পতিবার থেকেই কার্যক্রর হবে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সবশেষ এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়। তখন বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply