থেমে গেলেন মাহমুদউল্লাহ, চলছেন লিটন

|

বাংলাদেশের ইনিংসকে টেনে নিচ্ছেন লিটন দাস।

বাংলাদেশের রানের গতি ওভারপিছু ৬ থেকে যখনই ৭ এর ঘরে নিয়ে গেছেন লিটন-মাহমুদউল্লাহ, তখনই ঘটলো ছন্দপতন। আজমাতুল্লাহ ওমারজাইয়ের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। ক্রিজে এখন দুর্দান্ত খেলতে থাকা লিটনের সাথে যোগ দিয়েছেন আফিফ হোসেন।

সাকিব আল হাসানের আউটের পর লিটন ও মাহমুদউল্লাহর জুটিতে রানের চাকা সচল হয় বাংলাদেশের। এই দুইজনের জুটিতে ১৯ বলে আসে ৩৩ রান। তবে বেশি সময় দীর্ঘায়িত হয়নি এই জুটি। মাহমুদউল্লাহর বিদায়ের পর উইকেটে এসেছেন আফিফ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের রান ছিল ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান।

অভিষিক্ত মুনিম শাহরিয়ার ভয়ডরহীন ব্যাট চালানোর খেসারত দিয়ে রশিদ খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেছেন ৩টি চারের ১৮ বলে ১৭ রান। সাকিব আল হাসানও পারেননি তার বিপিএলের ফর্ম জাতীয় দলের জার্সিতে নিয়ে আসতে। মাত্র ৫ রান করেই কাইস আহমেদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাকিব। তবে দারুণ খেলছেন লিটন দাস, ৩১ বলে অপরাজিত আছেন ৪৩ রান নিয়ে।

আরও পড়ুন: ইংলিশ ক্লাব চেলসি বিক্রি করে দিচ্ছেন রাশিয়ান মালিক আব্রাহামোভিচ

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply