লিটনের ব্যাটে আফগানদের ১৫৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে আফগানদের ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও লিটনের দাসের দারুণ ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহর দল।

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে বাউন্ডারি হাকিয়ে শুরুটা ভালো করেন অভিষিক্ত মুনিম। কিন্তু ব্যাড প্যাচে থাকা নাঈম মাত্র দুই রান করে ফজলহক ফারুকির বলে সাজঘরে ফিরলে ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৮ বলে ১৭ রান করা মুনিমের ইনিংস লম্বা হতে দেননি রশিদ খান। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়ে সাকিব ৫ রান করে কায়েস আহমেদের স্পিনে ফিরলে ৪৭ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর লিটন ও মাহমুদউল্লাহর জুটিতে আসে ১৯ বলে ৩৩ রান। তবে বেশি সময় দীর্ঘায়িত হয়নি এই জুটি। মাহমুদউল্লাহর বিদায়ের পর উইকেটে এসে লড়েছেন আফিফ। তবে আবারও পুরো লড়াই যেন একারই ছিল লিটনের। তার ৪৪ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করেই ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটনের বিদায়ের পর লেট অর্ডারই অবশ্য দলকে এনে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ।

আরও পড়ুন: ইনজুরিতে শততম ম্যাচ খেলা হলো না মুশফিকের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply