কে বানালো পোস্টার? আতাউল্লাহকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার!

|

বুধবার থেকে চার রঙের এই পোস্টার ঝুলানো হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায়।

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি- আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা সম্বলিত পোস্টার দেখা গেছে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায়। বুধবার থেকে চার রঙের এই পোস্টার ঝুলানো হয়েছে যা দেখে মনে হতে পারে কক্সবাজার ব্যাটলিয়ান-৩৪ বিজিবি পোস্টারটি ঝুলিয়েছে। কিন্তু এই পোস্টার সম্পর্কে কিছুই জানে না বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

পোস্টারের উপরের দিকে লেখা আছে ‘ধরিয়ে দিন’। বাম পাশে আতাউল্লাহর ছবি দিয়ে তার নাম। ডান পাশে তার সহযোগী খালেদ ও আরেকজনের ছবি। নিচে লেখা আছে, ‘অস্ত্র এবং ইয়াবা গডফাদার, মিয়ানমারের নাগরিক আরসা গ্রুপের আতা উল্লাহ প্রকাশ (আবু আম্মার জুনুনী) এবং তার সহকর্মী সন্ত্রাসীদের জীবিত/মৃত যে কোন ব্যাক্তি ধরিয়ে দিতে পারলে তাকে ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা পুরস্কার প্রদান করা হবে’। এর নিচে বড় করে লেখা ‘কক্সবাজার ব্যাটলিয়ান (৩৪ বিজিবি)’।

উখিয়ার বালুখালি ক্যাম্পের নিকটে বিভিন্ন স্থানে বুলানো হয়েছে এসব পোস্টার।

এ বিষয়ে ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির বলেন, আতাউল্লাহর নামে আমরা কোনো পোস্টার করিনি। এটা আমার জানা নেই। তবে, আমরা ইয়াবা কারবারি নবী হোসেনের সন্ধান চেয়ে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার করেছি। এক ঘণ্টা পর তিনি জানান,  একটি টহল টিম বালুখালী এলাকার ঘুমধুম সংযোগ সড়কের মোড়ে এই পোস্টার দেখতে পান। কিন্তু আর কোথাও এই পোস্টার দেখা যায়নি। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এই পোস্টার বানিয়েছে এবং এখানে ঝুলিয়েছে তা খুব শিগগির বের করে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, এর আগেও ফটোশপের মাধ্যমে মিয়ানমারের মুদ্রায় আতাউল্লাহর ছবি বসিয়ে অপপ্রচার করা হয়- ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসার মুদ্রা প্রচলন’। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কিছু গ্রুপ এসব অপপ্রচার চালাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply