কেউ আমাদের বাঁচাতে আসবে না, খারকিভে বোমা বর্ষণে ভারতীয় ছাত্র

|

খারকিভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন অনেক বেসামরিক মানুষ। ছবি: সংগৃহীত

বোমা বর্ষণের শব্দের মাঝে বেঁচে আছি আমরা, ভবনটাও থেকে থেকে উঠছে কেঁপে। কেউ ঠিকমতো খেতে ও ঘুমোতে পারছি না। কেউই আমাদের বাঁচাতে এগিয়ে আসবে না। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বোমা হামলার মাঝে কলেজ হোস্টেলে জীবন বাঁচানো নিয়ে ভয়ের মাঝে দিনাতিপাত করা ২২ বছর বয়সী ভারতীয় ছাত্র সৌম্য থমাস জানালেন তাদের শঙ্কার কথা।

গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে খারকিভে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। বাঙ্কার থেকে বের হয়ে খাবার কিনতে গিয়ে এরকম এক হামলায় গত মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন ভারতীয় ছাত্র সৌম্যর বন্ধু নাভিন এস গিয়াঙ্গোদার।

ছবি: সংগৃহীত

খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সৌম্য সেই বোমা বর্ষণের সময়কার অভিজ্ঞতা বিবিসির কাছে জানান গত মঙ্গলবার। তিনি বলেন, আমরা সামনে যা-ই পাচ্ছিলাম সেটাই আকড়ে ধরছিলাম। দৌড়ে সবচেয়ে কাছের বাঙ্কারে ঢুকে পড়ি সে সময়। তবে খাবার কিনতে বের হয়ে আর বাঁচতে পারেনি নাভিন। প্রচণ্ড ঠাণ্ডা এবং ভয়ংকর ছিল সেই রাত। পান করার মতো কোনো পানি ছিল না আমাদের কাছে। কল থেকে পানি পান করেছি আমরা। বাইরে থেকে থেকে হচ্ছিল বোমা বর্ষণ। দিনরাত মিলিয়ে একবার খাওয়ার সিদ্ধান্ত নিই আমরা।

সৌম্য আরও বলেন, বাঙ্কারে আমরা লুকিয়ে ছিলাম এই ভরসায় যে, ভারতীয় সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করবে। কিন্তু তারপর মরতে হয় আমার বন্ধুকে। আমার ভাগ্যেও এমনটাই ঘটবে বলে ভেবেছি। কারণ আমরা পরিষ্কার হয়ে গিয়েছি যে, আমাদের বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। আমরা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি আর ফার্মেসিগুলোও খুলছে না।

আরও পড়ুন: ‘ভারতীয়দের জিম্মি করছে ইউক্রেনীয় সেনাবাহিনী’ রাশিয়ার দাবি নাকচ নয়াদিল্লির


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply