রাশিয়ার ৯ হাজার সেনা নিহতের দাবি ইউক্রেনের

|

ছবি: সংগৃহীত।

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে দুই দেশেরই বিপুল হতাহতের খবর আসছে। এর মধ্যে বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন, এক সপ্তাহের এই সংঘর্ষে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে।

রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক সপ্তাহের মধ্যে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। মাইকোলাইভ শহরের দিকে ২০০ থেকে ৩০০ সেনাসহ বেশ কয়েকটি হেলিকপ্টারকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, যেখানেই রাশিয়ানরা যাবে তাদেরকে সেখানেই ধ্বংস করা হবে। আক্রমণকারীরা ইউক্রেনের জনগণের কাছ থেকে সঠিক জবাব পাবে। এটা ইউক্রেনের জনগণের জন্য দেশপ্রেমমূলক যুদ্ধ। কোনো অস্ত্র ছাড়া প্রায় খালি হাতে ইউক্রেনের জনগণ তাদের শহর থেকে আক্রমণকারীদের তাড়িয়ে দিয়েছে। আমি এ সাহসী ইউক্রেনীয়দের প্রশংসা করি। আমরা রাশিয়ানদের অপমান করে এ দেশ থেকে তাদের তাড়াব।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply