কক্সবাজারের গহীন পাহাড়ে অস্ত্র কারখানা, বিপুল সরঞ্জামসহ আটক ১

|

আটককৃত অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেন

কক্সবাজার প্রতিনিধি:
 
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের গহীন পাহাড়ী এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। বিশেষ এক অভিযানে কারখানাটি থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত আটটার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার। জানা গেছে, গ্রেফতারকৃত দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে আটটার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply