ইউক্রেনে আরও খারাপ পরিস্থিতি আসন্ন: ম্যাকরন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে ‘আরও খারাপ পরিস্থিতি আসন্ন’ বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ৯০ মিনিটের ফোনালাপের পর, রাশিয়া সমগ্র ইউক্রেন দখলে নিতে পারে বলে আশঙ্কা ম্যাকরনের। ফোনালাপে ইউক্রেনে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সামরিক অভিযানের অভিযোগ অস্বীকার করেছেন পুতিন। এছাড়াও, ফোনালাপের সময় দুইনেতার মধ্যে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি বলে জানা গেছে।

ফ্রেঞ্চ প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ সহযোগী নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ম্যাকরনকে যা বলেছেন তাতে ইউক্রেনের জন্য আরও খারাপ সময় আসন্ন বলে মনে হয়েছে প্রেসিডেন্ট ম্যাকরনের।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন যা বলেছেন তাতে এমন কিছুই ছিল না যাতে আমরা আশ্বস্ত হতে পারি। তার কথা শুনে মনে হয়েছে অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। পুতিন পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে চান বলেই মনে হয়েছে ম্যাকরনের। পুতিনের ভাষায়, পুরোপুরি নাৎসিমুক্ত না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে। তার এমন মন্তব্য খুবই মর্মান্তিক এবং নিঃসন্দেহে অগ্রহণযোগ্য বলে মনে করেন ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এ সহকারী।

জানা গেছে, দেড়ঘণ্টার ফোনালাপে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা এড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করে দিতে পুতিনের প্রতি আহ্বান জানান ম্যাকরন। তবে এক্ষেত্রে পুতিন কোনো ধরনের প্রতিশ্রুতি দেননি বলে জানা গেছে।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply