বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রি বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। দুই দেশের প্রথম প্রতিরক্ষা সংলাপে এ আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।
সামরিক খাতে ভূ-রাজনীতির মেরুকরণ, সক্ষমতা বৃদ্ধি ও সমরাস্ত্র ক্রয়ের বিষয় প্রাধান্য পেয়েছে এই সংলাপে। ঢাকা-লন্ডন দ্বিপাক্ষিক সম্পর্কে সামরিক সহায়তা দীর্ঘদিনের। শান্তিরক্ষা মিশনেও দু’দেশের সেনারা একত্রে কাজ করছেন।
রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশ নিশ্চিত করেছে, তারা আধুনিক মানসম্পন্ন সমরাস্ত্র কিনতে চায়। আমাদের সেসব সমরাস্ত্র রয়েছে, যা আমরা বিক্রি করতে আগ্রহী। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের সামরিক সামর্থ্য বাড়ানোই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেছেন এ ব্রিটিশ হাইকমিশনার।
ব্রিটিশ এই কূটনীতিক মনে করেন, ভূ-রাজনীতিতে এ অঞ্চলে আলাদা গুরুত্ব রয়েছে বাংলাদেশের। জানান, এ কারণেই ঢাকার সক্ষমতা বৃদ্ধি এবং সমরাস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাজ্য।
রবার্ট ডিকসন আরও বলেন, ভূ-রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অবস্থান সক্রিয়। সামরিক সামর্থ্য বাড়ানোর লক্ষ্যেও আমরা কাজ করছি। আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এমনকি, যুক্তরাজ্যে নিয়েও ঢাকার সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কীভাবে আরও সুযোগ তৈরি করা যায়, এ বিষয়েও আলোচনা হয়েছে।
সামরিক দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতা এবং সাইবার নিরাপত্তা বাড়াতেও আলোচনা হয়েছে বলে জানান রবার্ট ডিকসন।
/এমএন
Leave a reply