রুশ হামলায় জ্বলছে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র

|

যাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

রাশিয়ার হামলায় জ্বলছে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র যাপোরিঝিয়া। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত থেকেই এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ছোঁড়া হচ্ছে মিসাইল। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এনারহোদারে অবস্থিত যাপোরিঝিয়ার দখল নেয়ার জন্য মরিয়া রুশ বাহিনী।

সিএনএনের খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ২:৩০ এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লেগে যাওয়ার পর সেখানে বন্ধ রয়েছে যুদ্ধ। তবে বিশাল এই বিদ্যুৎ কেন্দ্রের ঠিক কোথায় আগুন লেগেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। তাছাড়া কোনো পরমাণু চুল্লি আক্রান্ত হওয়া বা, কুলিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা- সে সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি। তবে জানা গেছে, আগুনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গুরুতর কোনো ক্ষতি হয়নি। তাছাড়া এখনও কোনো প্রয়োজনীয় সরঞ্জাম আগুনে আক্রান্ত হয়নি এবং কর্মীরা ক্ষতি কমানোর জন্য কাজ করে যাচ্ছে।

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক বিবৃতিতে জানান, যাপোরিঝিয়া কেন্দ্রের চারপাশ থেকে হামলা চালাচ্ছে রুশ সেনাবহর। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আগুন, তাতে অবকাঠামো ভেঙে পড়ার পাশাপাশি প্রাণহানি এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। কারণ, একটি পরমাণু চুল্লির সংস্কার চললেও তাতে রয়েছে বিপুল পরিমাণ জ্বালানি।

ইউক্রেনের ৪টি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে যাপোরিঝিয়া, যা দেশটির ২৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এ ঘটনায়, গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। জেলেনস্কি প্রশাসনের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানা গেছে। এর আগে, চেরনোবিল পাওয়ার প্ল্যান্টের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী।

আরও পড়ুন: ইউক্রেনে আরও খারাপ পরিস্থিতি আসন্ন: ম্যাকরন

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply