Site icon Jamuna Television

ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার এক শীর্ষ মেজর জেনারেল

নিহত মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেটস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন রাশিয়ার এক শীর্ষ মেজর জেনারেল। এই ঘটনাকে পুতিন প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত খবরে বলা হয়, আন্দ্রে সুখোভেটস্কি ছিলেন রাশিয়ান ৯ম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল এবং ৪১তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর একজন ডেপুটি কমান্ডার। এ পর্যন্ত রুশ-ইউক্রেন সংঘাতে মারা যাওয়া সবচেয়ে উচ্চপদস্থ রুশ সামরিক কর্মকর্তাও তিনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল সুখোভেটস্কি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। ইউক্রেন হামলার অষ্টম দিনে হালনাগাদ তথ্য জাতির উদ্দেশে প্রকাশ করার বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান এক জেনারেলের মৃত্যুর কথা। এছাড়া রাশিয়ার দক্ষিণে ক্রাসনোদরে সেনা কর্মকর্তাদের সংগঠনও এই মৃত্যুর কথা নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট পুতিনের পরিকল্পনামাফিক যে যুদ্ধটি হচ্ছে না, এই ঘটনাকে তারই আরও একটি সূচক বলে অভিহিত করছে বিশ্লেষকরা। আরও পড়ুন: রুশ হামলায় জ্বলছে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র এম ই/
Exit mobile version